মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
মজারু

ট্রেনে বসেই ‘হায়রে কপাল মন্দ’ : ববিতা

শোবিজ প্রতিবেদক

ট্রেনে বসেই ‘হায়রে কপাল মন্দ’ : ববিতা

প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন ১৯৭৮ সালে নির্মাণ করেছিলেন বিখ্যাত ছবি ‘গোলাপী এখন ট্রেনে’। এ ছবির নির্মাণ ব্যয় ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা। আর কোটি টাকা আয় করে ছবিটি। সেরা ছবিসহ ১১টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। সে সময়ের গ্রামীণ জীবনের করুণ চিত্র সেলুলয়েডে তুলে ধরলেন পরিচালক। ছবিটির ‘হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ’ জনপ্রিয় এ গানের লিরিক লেখা প্রসঙ্গে আমজাদ হোসেনকে নিয়ে ববিতা বলেন, ‘গোলাপী এখন ট্রেনের শুটিংয়ে ট্রেন যাচ্ছে জামালপুরের দিকে। ট্রেনে বসেই আমজাদ ভাই একটা গান বেঁধে ফেললেন, গানটি হলো- হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। অবাক করার মতো বিষয়। তার মতো প্রতিভাবান মানুষ খুব কমই ছিলেন চলচ্চিত্রজগতে। গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।’ ববিতা বলেন, ‘মানিকগঞ্জের নদীতীরবর্তী এক গ্রামে গোলাপী এখন ট্রেনে সিনেমার শুটিং। রাত ২টা। কনকনে শীতের মধ্যে আনন্দচিত্তেই সংলাপ দিতে দাঁড়িয়েছিলাম। কারণ ছবির পরিচালক আমজাদ হোসেন।’

 

সর্বশেষ খবর