শিরোনাম
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সারিকার ভাবনা

শোবিজ প্রতিবেদক

সারিকার ভাবনা

অভিনেত্রী সারিকা সাবরিন। বর্তমানে যেখানে সোশ্যাল মিডিয়া ছাড়া চলাই মুশকিল, সেখানে ফেসবুক-ইনস্টাগ্রামসহ কোনো নেটমাধ্যমই ব্যবহার করেন না তিনি। বলা যায়, যুগের স্রোত থেকে দূরেই থাকেন সারিকা। তবে সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নন তিনি। সম্প্রতি এমনটাই জানালেন সারিকা। সাক্ষাৎকারে নিজের কাজের পাশাপাশি নানান বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সারিকা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করার পেছনে আসলে স্পেসিফিক কোনো কারণ নেই। সাত বছর হলো ফেসবুক, ইনস্টাগ্রামসহ কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি। তিনি আরও বলেন, গেল বছর একবার অ্যাকাউন্ট খোলার কথা ভেবেছিলাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় না থাকাটাই আমার কাছে স্বাচ্ছন্দ্যের মনে হয়েছে। সব কিছুরই ভালোমন্দ থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেরও অনেক ভালো দিক আছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ, সরাসরি ইন্টারঅ্যাকশন হয়। এটা খুব মিস করি। তবে এটা ব্যবহার না করায় অনেক সময় বেঁচে যায় আমার। নেতিবাচক অনেক কিছু থেকেই দূরে থাকতে পারছি। আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নই। আসলে অনেক দিন এটা থেকে দূরে থাকতে থাকতেই অভ্যস্ত হয়ে গেছি।

 

সর্বশেষ খবর