বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নাট্যনির্মাতা রিংকু আটক প্রতিবাদে ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন

শোবিজ প্রতিবেদক

নাট্যনির্মাতা রিংকু আটক প্রতিবাদে ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন

নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটাই প্রশ্ন- তিনি থানায় কেন? গুলশান থানায় আটক অবস্থায় গতকাল তিনি বারবার এ কথা বলছিলেন অভিনেতা এস এম আশরাফুল আলমের সঙ্গে। গত সোমবার মধ্যরাতে গুলশান থেকে রাফাত মজুমদার রিংকুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে রিংকুকে আটকের প্রতিবাদে ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন। ফেসবুক ও অনলাইনে তাঁর মুক্তি দাবি করেছে সংস্কৃতিকর্মীরা। আশরাফুল আলম বলেন, ‘মানসিকভাবে সে (রিংকু) যথেষ্ট শক্ত আছে। কিন্তু বারবার বলছিল, ‘আমিতো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারও কোনো ক্ষতি করি নাই। এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলি নাই। তাহলে আমি এখানে কেন?’ এদিকে রিংকুর চাচা শিমুল জানান, রাজনৈতিক মামলায় রিংকুকে গ্রেফতার দেখানো হয়েছে। রিংকু মহানগর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। মূলত সেই সূত্রে শত্রুতা করে কেউ ধরিয়ে দিয়েছে।’

 

সর্বশেষ খবর