বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
শোবিজ প্রতিবেদক

শিল্পীর ভয়ে বাসা থেকে পালিয়ে যাই : নোবেল

শোবিজ প্রতিবেদক

শিল্পীর ভয়ে বাসা থেকে পালিয়ে যাই : নোবেল

আমি তখন নবম শ্রেণিতে চট্টগ্রাম গভর্নমেন্ট হাইস্কুলে পড়ি। ভট্টাচার্য নামে আমাদের একজন স্যার ছিলেন। তাঁর কাছে আমরা বিজ্ঞান বিভাগের সব বিষয় বাসায় গিয়ে পড়তাম। স্যারের কাছে আমরা ছাড়া আরও কয়েকজন মেয়ে পড়ত। ফলে স্যারের কাছে পড়তে যাওয়ার আগে বেশ ফিটফাট হয়ে যেতাম। অনেক সময় বাবার সুগন্ধিও ব্যবহার করতাম। আমি মেয়েদের সঙ্গে মিশতাম না। সাইফুল নামে আমার একজন বন্ধু ছিল। সে মেয়েদের সঙ্গে মিশে যেতে পারত। তার বাসায় মেয়েবন্ধুদের যাওয়া-আসার ব্যাপারটি খুব স্বাভাবিক ছিল। এর মধ্যে এক দিন শিল্পী নামে আমাদের এক বান্ধবী সাইফুলকে বলে, আমরা নোবেলের বাসায় যাব। তাৎক্ষণিকভাবে হ্যাঁ বললেও কিন্তু আমার কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ আমার পরিবার বাসায় মেয়েদের যাওয়ার ব্যাপার নিয়ে রক্ষণশীল ছিল। এক দিন শিল্পীসহ বন্ধুরা আমার বাসায় আসছে। এ খবর পেয়ে আমি ভয়ে বাসা থেকে পালিয়ে যাই।

সর্বশেষ খবর