বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন মিঠুন

শোবিজ ডেস্ক

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন মিঠুন

ভারতের শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত সাড়ে চার দশক ধরে পাকাপোক্ত আসন ধরে রেখেছেন। এবার ভারতের সম্মানজনক ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে ভূষিত হচ্ছেন এই সুপারস্টার। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  ৮ অক্টোবর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন মিঠুন। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা হন তিনি। আশির দশকে ‘ডিসকো ডান্সার’ ছবির সফলতা তাকে সুপারস্টারের মর্যাদা এনে দেয়। বাংলা ও হিন্দিসহ সাড়ে তিনশোরও  বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। মিঠুনের ক্যারিয়ারে মোট তিনটি জাতীয় পুরস্কার রয়েছে। ১৯৮৯ সালে একসঙ্গে ১৯টি সিনেমা মুক্তি পায় মিঠুনের। যা লিমকা বুক অব রেকর্ডসে স্থান পেয়েছে।

 

সর্বশেষ খবর