বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
ঘড়ি ধরে ৫ মিনিট

কাজই মানুষকে তাজা রাখে, বাঁচিয়ে রাখে

শহীদুল্লাহ সবুজ

শোবিজ প্রতিবেদক

কাজই মানুষকে তাজা রাখে, বাঁচিয়ে রাখে

টেলিভিশন অঙ্গনে শহীদুল্লাহ সবুজ নামেই পরিচিতি পেয়েছেন। মঞ্চ, টিভি নাটক, সিনেমা, বিজ্ঞাপনসহ সব ক্ষেত্রে সমান পদচারণ।  দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে চরিত্রাভিনেতা ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রায় ৫ শতাধিক নাটকে। এ ভার্সেটাইল অভিনেতার সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল

নাট্যাঙ্গনের এ অস্থির সময়ে নতুন কাজ শুরু করেছেন?

অস্থির সময়কে সুস্থির রাখতে কাজের বিকল্প নেই। কাজই মানুষকে তাজা রাখে, বাঁচিয়ে রাখে। আমিও চলমান কাজের পাশাপাশি নতুন কাজ শুরু করেছি।

 

কোন কোন কাজগুলো প্রচারিত হচ্ছে?

সাজিন আহমেদ বাবুর ‘ঘরের শত্রু বিভীষণ’ চলছে এনটিভিতে, শামস করিমের ‘বাওকুমটা বাতাস’ চলছে বাংলাভিশনে, ইমরাউল রাফাতের ‘অদ্ভুত পরিবার’ চলছে এটিএন বাংলায় ও ফরিদুল হাসানের ‘হাউজ হাসব্যান্ড’ চলছে এটিএন বাংলায়। এসবের রেসপন্স খুবই ভালো। ভিন্ন মেজাজের গল্প, চরিত্রগুলোও একটু ভিন্ন মাত্রার। আমি মজা পাচ্ছি। আশা করছি দর্শকও মজা পাবে। এ ধারাবাহিকগুলো ছাড়াও কিছু একক নাটক যাচ্ছে।

 

আবু হায়াতের ‘জেন জেড’-এর সম্প্রচার কি শুরু হয়েছে?

সম্প্রচার শুরু হয়নি। শুটিং চলছে, বেসরকারি চ্যানেলে যাবে।

 

এত দিনের জার্নিটা কেমন ছিল?

যে কোনো জার্নিতেই আনন্দ। চলমান থাকার আনন্দটা অন্যরকম। জীবন মানেই তো চলমান থাকা, থেমে না থাকা। তবে জীবন বলেন আর জার্নিই বলেন, পথ কখনোই মসৃণ থাকে না। যে পথে কাঁটা বেশি, সে পথে অভিজ্ঞতা বেশি, আর সে পথ পাড়ি শেষে আনন্দটাও বেশি। জার্নিতে আমি একজন পথিক মাত্র।

 

এ প্রজন্ম ভাইরালের জন্য অভিনয় করছে, এ বিষয়কে কতখানি সমর্থন করেন?

আমি পুরোপুরি একমত না। হয়তো কেউ কেউ করছে, সবাই না। ভাইরাল হচ্ছে ভাইরাসের গুণবাচক শব্দ। কেউ যদি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায়, সেটা দোষের না। আপনি কী হিসেবে পৌঁছেছেন কিংবা কী কাজ করে পৌঁছেছেন সেটা জরুরি। দ্রুত পৌঁছতে পারাটাই যেন মুখ্য না হয়। ভালো কিছু নিয়ে এগিয়ে যাওয়াটাই জরুরি। নচেৎ দ্রুতই হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে।

 

ভাইরাল ইস্যুর কারণে প্রকৃত শিল্পীরা সমস্যায় পড়ছেন?

অস্থিরতা যেখানেই থাকবে সেখানেই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সমস্যায় পড়বে। শিল্পীরাও এর বাইরে নন, সমস্যায় পড়েছেন। তবে প্রকৃত শিল্পীরা কখনো অস্থিরতায় নিজেকে বিলিয়ে দেন না, ভেঙে পড়েন না। কষ্ট পান।

 

শিল্পাঙ্গন ও শিল্পীদের সংস্কার কতখানি জরুরি?

সংস্কার হলো সময়ের যৌক্তিক দাবি, তা সময়ের সঙ্গেই করতে হয়। শিল্পাঙ্গন-শিল্পীরাই তো সবচেয়ে আগে নিজেদের সংশোধন করে সুন্দরের সঙ্গে নান্দনিক পথে দূরদর্শিতায় এগিয়ে যাবেন।

 

ওটিটিতে কাজের খবর আছে? সিনেমায় আসবেন না?

ওটিটি-সিনেমায় কাজের খবর আপাতত নেই। অবশ্য আগেও কাজ করেছি। এ মুহূর্তে নেই। ভালো প্রস্তাব পেলে অবশ্যই করব।

 

অভিনয়ের ক্ষেত্রে থিয়েটার চর্চা কতখানি গুরুত্বপূর্ণ?

থিয়েটার চর্চাটা শুধু অভিনয় না, জীবনের অন্যান্য ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ। অভিনয় যখন একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ কাজ, তখন শেখাটা নিঃসন্দেহে জরুরি।

 

 

সর্বশেষ খবর