শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

এসেছে শরৎ রাঙানো দিন

শোবিজ প্রতিবেদক

এসেছে শরৎ রাঙানো দিন

প্রতিবারের মতো এবারও শরতের রং ছড়িয়ে দিতে রাজধানীতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে ‘শরৎ উৎসব’। শুদ্ধ-সুন্দর-শুভ্রতায় মঙ্গলের বার্তা আনার প্রত্যয়ে গতকাল সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। মঞ্চে সরোদ বাদনে ছিলেন যন্ত্রসংগীত শিল্পী মো. ইউসুফ খান।

আয়োজনে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সুর, তাল, ছন্দের আবাহনে উদযাপিত এ উৎসবের ঘোষণাপত্রে বলা হয়- ‘প্রকৃতির সঙ্গে মানবের মিলনে জীবনের আনন্দরস খুঁজে পাওয়ার চিরন্তন শারদীয় উৎসবে এবার মিশে আছে বেদনার সুর। উৎসবে শিশু-কিশোরদের পরিবেশনায় অংশ নেয় সীমান্ত খেলাঘর আসর, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা, সুরবিহার শিল্পবৃত্ত।

একক সংগীত পরিবেশনায় অংশ নেন প্রিয়াংকা গোপ, তানভীর আলম সজিব, অণিমা রায়, ফেরদৌসী কাকলিসহ আরও অনেকে। দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, নির্ঝরনী সংগীত একাডেমি, সমস্বর। কথক নৃত্য সম্প্রদায়, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বেনুকা, ধৃতি নর্তানালয়, স্পন্দনের শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর