শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ফেরদৌস আরার আক্ষেপ...

শোবিজ প্রতিবেদক

রাষ্ট্রীয় বেতার ও টিভি চ্যানেলে কোন কোন শিল্পী গান পরিবেশন করতে পারবেন, আর কে কে পারবেন না, এর রয়েছে একটি অঘোষিত তালিকা। এমনকি রয়েছে একটি ‘কালো তালিকা’ও। সেই কালো তালিকায় নাম ছিল জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার। এ ধারণা এ শিল্পীর। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে গত ১৫ বছর গান গাইতে পারেননি তিনি। অংশ নিতে পারেননি কোনো অনুষ্ঠানে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও ফেরদৌস আরা বিটিভি ও বেতারের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। ফেরদৌস আরা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর আবারও বিটিভিতে গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। শুনেছি অনেক শিল্পী রাজনীতি করার কারণে বিটিভি-বেতারে নিষিদ্ধ ছিলেন। কিন্তু আমি তো রাজনীতি করি না। আমাকে কেন এত বছর বঞ্চিত করা হয়েছে?’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর