জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। মডেল ও অভিনেত্রী হিসেবে তুমুল জনপ্রিয়তা পান তিনি। তবে হঠাৎই যেন মিডিয়া থেকে খানিকটা দূরে সরে যান নব্বই দশকের এ প্রিয় মুখ। নিউইয়র্ক প্রবাসী এ মিষ্টি হাসির মেয়ের সঙ্গে কথা বলেছেন - পান্থ আফজাল
বিদেশ প্রবাসী আপনি। মাঝে দেশে এসেছিলেন। এসবের মাঝে কাজের ব্যস্ততা কেমন?
আমার অনেক ব্যস্ততা। নিজের জন্য একেবারেই সময় নেই। সবকিছু মিলিয়ে জীবনটা সুন্দরভাবে উপভোগ করছি।
মিডিয়াতে কাজ করার পর একটা পর্যায়ে তারকাদের এই যে বিদেশে স্যাটেল হওয়া, এটা নিয়ে কী বলবেন?
আসলে স্যাটেল হওয়াটা একেকজনের একেক রকম। কেউ হয়তো পড়তে যাচ্ছে, কেউ শিখতে যাচ্ছে। আমার ক্ষেত্রে যা হয়েছে তা হলো আমি শিখতে এসেছি এবং স্যাটেলও হয়ে গেছি। এখানে জব করি। একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি। আসলে এটা ডিপেন্ড করে একেকজনের একেক রকম পরিস্থিতিতে।
স্ক্রিনে না থাকলে তারকারা হারিয়ে যায় অথচ আপনার বেলায় উল্টো...
এটা আমি খুবই এপ্রিসিয়েট করি। আমি খুবই কৃতজ্ঞ আমার দর্শকদের প্রতি। এরা আমার জেনুইন ভক্ত। আমি তো প্রবাসে আসি অনেক দিন হলো। মজার ব্যাপার হচ্ছে- বিভিন্ন স্টেট থেকে আমার ভক্তরা বা ওইখানকার মানুষরা প্রায়ই আমার কাছে দেখা করতে আসে, জিজ্ঞেস করে, ‘আপনি কেন এইখানে আছেন? আপনি দেশেই চলে যান। আপনাকে স্ক্রিনে আমরা দেখতে চাই’। এ কারণেই চিন্তা করেছি যে, আমি মাঝে মাঝে দেশে যাব সময় নিয়ে এবং আমার দর্শকের জন্য ভালো কিছু কাজ করব। সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। আর কাজ করলেও খুবই সিলেকটিভ। চেষ্টা করি কোয়ালিটিটা মেইনটেইন করতে। তবে সবসময় যে স্ক্রিনে থাকতে হবে, এটা জরুরি নয়। আমি চাই এমন কিছু কাজ করি যেগুলো মানুষ সারাজীবন মনে রাখবে।
কখনো কি মনে হয়েছে হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করি?
আমাদের সবার ইচ্ছার তো কোনো লিমিট নেই। তবে যে কোনো কিছুই একটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি প্রথমে মূলত একটি টেলিভিশন চ্যানেলে ছিলাম। পুরো চ্যানেলটা স্টাবলিশ করার পর আমি ক্যারিয়ারটা চিন্তা করলাম যে বিউটি রিলেটেড কিছু করার। কারণ এসবের প্রতি আমার খুবই ইন্টারেস্ট ছিল। আগে থেকেই বিউটি নলেজ ছিল। ওইখানে এ সেক্টরে কাজেরও হিউজ সুযোগ। এরপর আমি বিউটি রিলেটেড ক্যারিয়ার শুরু করি। আমার সৌভাগ্য যে, বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করতে পেরেছি। ভালো পজিশনে কাজ করেছি। আমি কিন্তু এখনো কাজ করছি। একটি কসমেটিকস ব্যান্ডের আমি ম্যানেজার ওইখানে। পাশাপাশি যুক্ত হয়েছি একটি ব্যাংকের সঙ্গে লোন রিলেটেড বিষয়ের সঙ্গে।
মোনালিসার কামব্যাকের অপেক্ষায় দর্শক...
কাজ হবে। তবে কামব্যাকের মতো কামব্যাক করতে চাই। ভালো কিছু নিয়েই আমি দর্শকদের সামনে আসতে চাই। কাজ করলে তো অনেক কিছুই করা যেত, যেটা আমি কখনোই করিনি। ভালো কিছু ছাড়া আমি করিনি, আগামীতেও করব না।
তাহলে কি সিনেমা দিয়ে ভক্তদের মাঝে ফিরবেন?
দেখা যাক! এখনো তেমন কিছু হয়নি। তেমন কিছু হলে দর্শকরা তো আগেই জানবে। সেই পর্যন্ত অপেক্ষা করুক তারা।