অনেক দিন ধরেই চর্চা হচ্ছিল রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করবেন ভারতের প্রখ্যাত ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন সাবেক এ অধিনায়ক। স্পষ্ট জানালেন, ‘দাদাগিরি’ ও ‘বিগ বস’ দুটো রিয়েলিটি শো-ই সঞ্চালনা করবেন তিনি। সৌরভ বললেন, ‘একটি চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুরো অনুষ্ঠান অন্যরকমভাবে পরিবেশন করতে চান, অর্থাৎ দাদাগিরির ধরন বদলাতে চলেছে। পাশাপাশি জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসও আনতে চান। তার সঞ্চালক হিসেবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আমার খুবই ভালো লাগে। সেজন্যই রাজি হয়ে গেলাম।’ এদিকে দুটি শোর জন্য সৌরভ চড়া পারিশ্রমিক পেতে চলেছেন বলেই গুঞ্জন শোনা যাচ্ছে। যা পশ্চিম বাংলার বিনোদন দুনিয়ার কোনো তারকা এর আগে পাননি। এ ছাড়া এ মুহূর্তে ৪৮টি বিজ্ঞাপনী বিপণির শুভেচ্ছাদূত সৌরভ। বিজ্ঞাপনী দুনিয়ায় রাজত্ব করবেন, এমন ভাবনা কোনো দিনই ছিল না তাঁর। বিষয়টি নিয়ে তাই ভাবছেন না।