শিরোনাম
১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১১

পাকিস্তানে নিষিদ্ধ 'নীরজা'

অনলাইন ডেস্ক

পাকিস্তানে নিষিদ্ধ 'নীরজা'

বাস্তব ঘটনার ভিত্তিতে নির্মিত সোনম কাপুর অভিনীত মুভি 'নীরজা' পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। মুভিটিতে দেশটিকে দুর্বল আলোতে দেখানোর অভিযোগে নিষিদ্ধ করা হলো। খবর পিটিআই'র

পাকিস্তানের করাচি বিমানবন্দরে ১৯৮৬ সালে প্যান অ্যামের মুম্বাই-নিউইযর্ক 'ফ্লাইট ৭৩' ছিনতাইয়ের শিকার হয়। ছিনতাইয়ের সময় 'নীরজা ভানোট' নামে বিমানটির একজন সেবিকা সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান। ফ্লাইটের যাত্রীদের বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তাকে প্রাণ দিতে হয়। এই  ঘটনার উপর ভিত্তি করেই মুভিটি তৈরি করা হয়েছে।

রাম মাধভানি পরিচালিত এই মুভিটি পাকিস্তানের সেন্সর বোর্ডে জমা দেয়ার আগেই সেখানে এটি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর