২২ অক্টোবর, ২০১৭ ০০:১৭

তানভীর তারেকের সুর-সঙ্গীতে নতুন প্লে-ব্যাকে কোনাল

অনলাইন ডেস্ক

তানভীর তারেকের সুর-সঙ্গীতে নতুন প্লে-ব্যাকে কোনাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিকের নতুন চলচ্চিত্র ‘মায়া-দ্যা লস্ট মাদার’ ছবিতে গান গাইলেন কোনাল ও তানভীর তারেক। তানভীর তারেকের কম্পোজিশনে গীতিকার হেদায়েতুল্লাহ মামুনের লেখা একটি দেশের গানের কন্ঠ দিয়েছেন কোনাল। একই গানের আরেকটি সলো ভার্সন গেয়েছেন তানভীর তারেক নিজে। 

‘আমার মায়ের আঁচল কোথায়/বলো জন্মভূমি.. এমন আবেগময় দেশের গানের কম্পোজিশন হয়েছে তানভীর তারেকের নিজস্ব স্টুডিও ‘সেলিব্রিটি সাউন্ডল্যাব’ এ। 

গানটি প্রসঙ্গে নির্মাতা মাসুদ পথিক বলেন,‘গানটি পুরো ছবির একটি বড় থিমকে নির্দেশ করবে। তাই বিভিন্ন প্রেক্ষাপটে বেশ কয়েকটি ঢঙে গানটি আমরা তৈরি করছি। তানভীর ভাই দারুন সুর ও সঙ্গীতায়োজন করেছেন। আশা করছি দর্শকেরা ভালো কিছু পাবেন।’

কোনাল বলেন,‘খুব টাচি একটি সুর করেছেন তানভীর ভাই।দেশের গান গাইতে বরাবরই ভালো লাগে। মনে হয় গান গাওয়ার বাইরেও এক ধরনের দায়িত্ব পালন করেছি।’

গানটির সুরকার ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘আমার কাছে দেশের গান করা নিজের দেশের প্রতি কমিটমেন্টের একটা অংশ। আর চলচ্চিত্র নির্মাণে কবি মাসুদ পথিকও তার সিগনেচার প্রতিষ্ঠা করেছেন। খুব শিগগিরই গানটির চিত্রায়ন করবেন। একজন সঙ্গীত পরিচালক হিসেবে নিজের সুরারোপিত দৃশ্যগুলো দেখার জন্য বসে আছি।’

বিডিপ্রতিদিন/ ২২ অক্টোবর,২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর