৪ জানুয়ারি, ২০১৯ ১০:১৭

পর্তুগালের কৃষিপদ্ধতি নিয়ে এবারের ‘হৃদয়ে মাটি ও মানুষ’

অনলাইন ডেস্ক

পর্তুগালের কৃষিপদ্ধতি নিয়ে এবারের ‘হৃদয়ে মাটি ও মানুষ’

পর্তুগালে কৃষি নিয়ে চলছে নানাবিধ গবেষণা। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগে গড়ে তুলছে উন্নত কৃষি ব্যবস্থা। এর প্রমাণ মেলে পর্তুগালের ফাজান্দে নোভায় হুবেল কোম্পানির বাণিজ্যিক কৃষি খামারে। চারটি ভিন্ন ভিন্ন স্থানে ৪৯ একর জমিতে গ্রিনহাউজে গড়ে উঠেছে আধুনিক কৃষি।

চাষ করছে রাসবেরি, স্ট্রবেরির মতো রঙিন ফল ও ফসল। রফতানিমুখী ফল উৎপাদনই হুবেল কোম্পানির মূল টার্গেট। শতকরা ৯০ ভাগ ফল তারা রফতানি করে। ফল উৎপাদনের পাশাপাশি উপজাত উৎপাদনের দিকেও শতভাগ চেষ্টা তাদের লক্ষণীয়। আর তাই প্রতি মৌসুমে বাড়তি উৎপাদন করছে মধু।

হুবেল কোম্পানির প্রযুক্তির কৃষি নিয়ে বিশেষ প্রতিবেদন ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এ প্রচার হবে আগামীকাল শনিবার রাত ৯টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ। পুনঃপ্রচার হবে রবিবার সকাল সাড়ে ১১টায়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর