৪ মে, ২০১৯ ১৭:০৮

গ্যাংরিনে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা বাবর

অনলাইন ডেস্ক

গ্যাংরিনে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা বাবর

ফাইল ছবি

গ্যাংরিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা বাবর।  রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সম্প্রতি গ্যাংরিন সমস্যা প্রকট আকার ধারণ করে তার। এজন্য গত ৩০ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর শুক্রবার (৩ মে) সন্ধ্যায় তার পায়ে অপারেশন করে ফেলে দেয়া হয় বাঁ পায়ের তিনটি আঙুল। বাবর নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

বাবর বলেন, ‘আমি হাসপাতালে ভর্তি হয়েছি। ভাবছি রাতে বাসায় ফিরে যাব। কারণ হাসপাতালের এত খরচ বহন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বাসায় বিশ্রামে থাকবো। আর মাঝে মাঝে হাসপাতাল এসে পরীক্ষা করাবো।’ 

তিনি আরও জানানা, ‘নানা রোগে ও দৈন্যতায় আমি শেষ হয়ে গেছি। এরমধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছি দীর্ঘদিন ধরে। ঠিকমতো চিকিৎসা করাতে পারি না অর্থের অভাবে। আমার জন্য সবাই দোয়া করবেন।’


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর