৬ মে, ২০১৯ ১৬:৫১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সুবীর নন্দী

অনলাইন ডেস্ক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সুবীর নন্দী

সংগৃহীত ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।  তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। সোমবার সকালে তার আরেক দফা হার্ট অ্যাটাক হয়েছে। গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন সুবীর নন্দীর জামাতা রাজেশ শিকদার।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে রাজেশ জানান, শনি ও রবিবার পরপর দুদিন সুবীর নন্দীর হার্ট অ্যাটাক হয়েছে।  সিঙ্গাপুরে নেওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাক হলো। তার হার্টে চারটা ব্লক ছিল। রবিবার সকালে ওটিতে নিয়ে তাকে চারটা রিং পরানো হয়েছে। সব মিলিয়ে তার অবস্থা মোটেও ভালো নয়।

উন্নত চিকিৎসার জন্য ছয়দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিউতে চিকিৎসাধীন তিনি। সেখানে তার সঙ্গে আছেন মেয়ে ফাল্গুনী নন্দী। ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বরেণ্য এই শিল্পীর চিকিৎসা শুরু হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর