১৩ মে, ২০১৯ ১৪:২৮

'স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী ছিল একজন হিন্দু'

অনলাইন ডেস্ক

'স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী ছিল একজন হিন্দু'

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান বলেছেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী ছিল একজন হিন্দু। তার নাম নথুরাম গডসে।

ভারত স্বাধীন হওয়ার এক বছর পর ১৯৪৮ সালে দেশটির স্বাধীনতা আন্দোলনের মহানায়ক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নথুরাম গডসে।

তামিলনাড়ুর করুর জেলার আরবাকুরিচিতে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারণা করেন কমল হাসান। সেখানেই তিনি এসব কথা বলেন। এখানে আগামী ১৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তামিলনাড়ুর রাজনৈতিক দল মক্কাল নিধি মইয়মের (এমএনএম) এর প্রতিষ্ঠাতা কমল হাসান আরও বলেন, এটা মুসলিম জনপদ, তাই বলে আমি এখানে দাঁড়িয়ে এসব বলছি না। মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আমি এটা বলছি।

তিনি আরও বলেন, ভারতের সুনাগরিকের সত্যিকারের চাওয়া পতাকার তিনটি রঙই যেন একসঙ্গে থাকে এবং সেটা তেমনই আছে। দেশের একজন সুনাগরিক হিসেবে আমিও নিজের বুক চাপড়ে এটা বলতে পারি। 

সূত্র: জি নিউজ

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর