১৪ মে, ২০১৯ ১৬:৪৪

জীবনের কথায় উপমার 'সবার আগে মা'

অনলাইন ডেস্ক

জীবনের কথায় উপমার 'সবার আগে মা'

বিশ্ব মা দিবস ছিল ১২ মে। দিবসের রেশ কাটতে না কাটতেই প্রকাশিত হয়েছে মাকে নিয়ে গান 'সবার আগে মা'। পৃথিবীর সব মায়েদের প্রতি সম্মান জানিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শারমীন সুলতানা উপমা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এবারই প্রথম মাকে নিয়ে গান করলেন তারা। 

গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু। ভিডিও নির্মাতা খান মাহি। ভিডিওটি আপলোড করা হয়েছে উপমার নিজস্ব ইউটিউব চ্যানেলে (Sharmin Sultana Upoma)। ভিডিওতে মায়ের ভূমিকায় উপস্থিত হয়েছেন উপমার নিজের মা। 

উপমা বলেন, 'পৃথিবীর সকল মা-ই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ। আমার মায়ের উৎসাহ এবং অনুপ্রেরণাতেই গানটি করেছি। গানটি গাইতে গিয়ে মা শব্দটিকে আরো গভীরভাবে উপলব্ধি করেছি। আশা করি সব মা এবং তাদের সন্তানদের কাছে গানটি ভালো লাগবে।' 

রবিউল ইসলাম জীবন বলেন, 'মায়ের সঙ্গে আমার সম্পর্কের কথা বলে শেষ করতে পারবো না। মাকে নিয়ে লেখা আমার প্রথম গান এটিই। গানটির মাধ্যমে গান-সন্তানের সম্পর্ক এবং ভালোবাসার কথাটি তুলে ধরার চেষ্টা করেছি।' 

বিডি প্রতিদিন/১৪ মে ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর