১৫ মে, ২০১৯ ১৭:০১

'মূর্খদের মতামত দেওয়ার জায়গা হলো সোশ্যাল মিডিয়া'

অনলাইন ডেস্ক

'মূর্খদের মতামত দেওয়ার জায়গা হলো সোশ্যাল মিডিয়া'

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছেন, 'মূর্খদের মতামত দেওয়ার জায়গা হলো সোশ্যাল মিডিয়া।' সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চনাটকে কাজ করেও খ্যাতি পেয়েছেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া মানু‌ষ কেন ব্যবহার করে জানেন? একটা পর্দায় নিজের নামটা দেখতে পাওয়ার জন্য। এটাই তাদের জন্য রোমাঞ্চকর। আমি নিজেও অভিনেতা হয়ে পর্দায় নিজের নামটা দেখার স্বপ্ন দেখতাম। কিন্তু যাদের কোনও কাজ নেই, সোশ্যাল মিডিয়া তাদেরও এই সুযোগটা করে দিয়েছে। লোকজনকে গালিগালাজ করা, ঘৃণা ছড়ানো, অশ্লীলতা— এগুলোই তাদের কাজ। এমনকি তার জন্য পয়সাও পাচ্ছে!

নাসিরুদ্দিন শাহ আরও বলেন, এত ঘৃণা মানুষের মধ্যে কী করে আসে? তার মানে এগুলো মনের ভিতরে জমা ছিলই। কালের নিয়মে এখন বেরিয়ে আসছে। আমাদের প্রধানমন্ত্রীকেই (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) দেখুন না! এমন সব কথা বলেন, আতঙ্ক হবে। তবু তাঁর একটা পিএমও আছে, সীমা লঙ্ঘন করতে পারেন না তিনি। কিন্তু এই লোকগুলোর তো কোনও সীমা-পরিসীমা নেই। ফেসবুক অ্যাকাউন্টে আমাকেই কত লোক বলেছে পাকিস্তানে চলে যেতে!

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি প্রতিদিন/ফারজানা/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর