৩০ মে, ২০১৯ ২২:১৮
আরটিভিতে ১০ পর্বের পরিচ্ছন্নতার গল্প

“দেশ আমাদের, তাই দায়িত্বও আমাদের”

অনলাইন ডেস্ক

“দেশ আমাদের, তাই দায়িত্বও আমাদের”

পবিত্র রমজান মাসে আরটিভিতে শুরু হওয়া ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের পরিচ্ছন্নতার গল্প শীর্ষক ১০ পর্বের প্রোগ্রামের অষ্টম পর্বে দেখানো হয় অন্যের রাস্তায় ফেলা ময়লা কুড়িয়ে রাইসা ডাস্টবিনে ফেলে ও সেটি ভিডিও করে ফেসবুকে আপলোড করে।

‘যদি একদিন’ চলচ্চিত্রের মূল চরিত্রের অভিনেত্রী শিশু শিল্পী রাইসা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করে। 

“পরিচ্ছন্নতার গল্প” পর্বগুলো নিয়মিত প্রচারিত হচ্ছে আর টিভিতে এছাড়াও “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ (https://www.facebook.com/PorichchonnoBangladesh)” ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ও (https://www.youtube.com/channel/UClTx0lXC4m3gJLOyWlvibDA)  দেখা যাবে।
 

পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে পরিচ্ছন্নতার গল্পের শেষাংশে আসেন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের দূত ও চিত্রনায়ক রিয়াজ। তিনি সঠিক স্থানে ময়লা ফেলার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি পরিষ্কার রাখতে সকলকে আহ্বান জানান। 

এই পর্বে, রাইসা তার বাবার কাছ থেকে জানতে পারে ফেসবুকের মাধ্যমে কীভাবে একজনের পোস্ট অনেক মানুষের মাঝে ছড়িয়ে দেয়া যায়। এরপর স্কুলে যাওয়ার পথে একদিন একজনকে রাস্তায় ময়লা ফেলতে দেখে রাইসা তা কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে এবং তার বাবাকে বলে যেন তা ভিডিও করে। এরপর দেশের মানুষকে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে রাইসা তার বাবাকে সেই ভিডিও ফেসবুকে আপলোড করতে বলে। দেশটা যেহেতু আমাদের তাই আমাদের সকলের দ্বারা দেশ পরিচ্ছন্ন রাখতে রাইসা এভাবেই সচেতনতার শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দেয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর