৮ মার্চ, ২০২০ ০০:১১

৭ মার্চের ভাষণ নিয়ে গান 'আমাদের স্কুল'

অনলাইন ডেস্ক

৭ মার্চের ভাষণ নিয়ে গান 'আমাদের স্কুল'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এবং এর চেতনা নিয়ে এবার তৈরি হলো গান। ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে নির্মিত এই গানের শিরোনাম, ‘আমাদের স্কুল’। ‘আমাদের স্কুল বেশি দূরে নয়, বাড়ি থেকে কিছু দূর হেঁটে যেতে হয়, মাঝখানে রায়ের বাজার, ৩০ লাখ প্রাণে মুক্তি আমার।’ 

এমন কথার কাব্যমালা সাজিয়েছেন এবং সুর করেছেন মিছিল বঙ্গবাসী। গানটির সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। আর গেয়েছেন এস আই টুটুল, আঁখি আলমগীর, ইবরার টিপু, মিছিল বঙ্গবাসী ও বিন্দুকণা। সৌমিত্র ঘোষ ইমন নির্মাণ করেছেন গানটির ভিডিও। 

গানটি প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীত শিল্পী ধ্রুব গুহ জানালেন, ‘আমাদের স্কুল’ গানটি মূলত চেতনার গান। বঙ্গবন্ধু, ৭ মার্চ ও স্বাধীনতা এই তিনটি শব্দের সমার্থক রূপ হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির পিতার ঐতিহাসিক ভাষণে রয়েছে স্বাধীনতার সংগ্রামে উজ্জীবিত হওয়ার ডাক। আমাদের চিন্তা, চেতনা আর মননে বঙ্গবন্ধু। এসব বিষয়ই উঠে এসেছে গানটিতে। ধ্রুব মিউজিক স্টেশন এই ঐতিহাসিক দিনে গানটির মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করার চেষ্টা করেছে মাত্র। 

 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর