৬ জুলাই, ২০২১ ১৪:১১

ঈদে ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান

অনলাইন ডেস্ক

ঈদে ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীতানুষ্ঠান

ঈদুল ফিতরের মতো আসছে ঈদুল আযহাতেও এটিএন বাংলার পর্দায় একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন শিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিএফডিসির এটিএন বাংলার নিজস্ব ফ্লোরে গানগুলোর শুটিং করা হয়েছে। ঈদের চতুর্থদিন রাত ১১টায় ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’ শিরোনামে একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে। 

একক সঙ্গীতানুষ্ঠানে আধুনিক-ফোক ঘরানার ৫টি গানের মধ্যে ৩টিই শিল্পীর নিজের লেখা ও সুরারোপিত। বাকি দুটির সুরকার বেলাল খান এবং যার একটি লিখেছেন সালাউদ্দিন সাগর; অপরটি শাহ কানিজ খাদিজার লেখা।

বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুর করা হয়েছে। এ বিষয়ে ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘গানের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে। সুর এবং লেখা মনঃপুত না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেরাটা তুলে আনতে। কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার আমার ভক্ত-শ্রোতাদের হাতে। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’

এটিএন বাংলার পর্দায় গত বছর থেকেই নিয়মিত গান পরিবেশন করে আসছেন ইকবাল বিন আনোয়ার ডন। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর