১২ মার্চ, ২০২২ ১১:৩৮

রোজী ফিল্মস নতুন করে চালু করলেন মালেক আফসারী

অনলাইন ডেস্ক

রোজী ফিল্মস নতুন করে চালু করলেন মালেক আফসারী

রোজি ও মালেক আফসারী

প্রয়াত অভিনেত্রী রোজী আফসারীর প্রযোজনা প্রতিষ্ঠান রোজী ফিল্মস নতুন করে চালু করলেন তার স্বামী নির্মাতা মালেক আফসারী। এ প্রতিষ্ঠান থেকে টিভি নাটক নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি। আগামী বছর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি নির্মাণের কথাও ভাবছেন আফসারী। 

তিনি বলেন, ‘রোজীর ধ্যান-জ্ঞান ছিল চলচ্চিত্র নিয়ে। আমিও সেটার বাইরে নয়। রোজীর প্রযোজনা প্রতিষ্ঠান চালু করার পেছনে অনেকগুলো কারণ আছে। এক, এই প্রতিষ্ঠান থেকে নির্মিত ছবিগুলো সুপারহিট। দ্বিতীয়ত, এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চলতে থাকলে আমার কাছে মনে হবে রোজী আমার সঙ্গেই আছে। ’ 

উল্লেখ্য, রোজী আফসারী ১৯৬৪ সালে এইতো জীবন চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। তিনি লাঠিয়াল (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনিই এই বিভাগের প্রথম বিজেতা। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল জীবন থেকে নেয়া (১৯৭০), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), সূর্য সংগ্রাম (১৯৭৪), সূর্য গ্রহণ (১৯৭৬), অশিক্ষিত (১৯৭৮), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ও এই ঘর এই সংসার (১৯৯৬)। চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর