২০ মার্চ, ২০২২ ০২:৪৬

কণ্ঠশিল্পী ঐশীর বাবা আর নেই

অনলাইন ডেস্ক

কণ্ঠশিল্পী ঐশীর বাবা আর নেই

বাবার সঙ্গে কণ্ঠশিল্পী ঐশী। ফাইল ছবি।

কণ্ঠশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাব্বির জামান।  

তিনি জানান, আব্দুল মান্নান মিলন নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিকসূত্রে জানা যায়, গত দেড় মাসে দুইবার হার্ট অ্যাটাক করেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর