২৬ মার্চ, ২০২২ ১১:১২

ফেসবুক নয়, অভিনয় শৈলী দিয়ে দর্শক মন জয় করতে হবে: মিশা সওদাগর

অনলাইন ডেস্ক

ফেসবুক নয়, অভিনয় শৈলী দিয়ে দর্শক মন জয় করতে হবে: মিশা সওদাগর

মিশা সওদাগর

'বীর' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খলনায়ক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। পছন্দের নির্মাতার ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়ে ভীষণ খুশি মিশা সওদাগর। ৮০০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে তরুণ প্রজন্মকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। অভিনয়ে ভালো করতে, চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করতে নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেছেন ঢালিউডের জনপ্রিয় এ অভিনেতা। 

মিশা সওদাগর আরও বলেন, 'অভিনয়কে নেশা এবং পেশা দুটো হিসেবেই নিতে হবে। শুধু নেশা বা পেশা হিসেবে নিলে হবে না। প্রথমে নেশা হিসেবে নিতে হবে। আমি অভিনয় করব, মানুষ আমাকে চিনবে, জানবে। এর জন্য যা যা দরকার- আমি ব্যায়াম করব, কণ্ঠ অনুশীলন করব, ভালো অভিনয়ের চেষ্টা, নাচ, ফাইট, ফিটনেস সব অনুশীলন করতে হবে। যখনই সুযোগ হবে ভালো কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরতে হবে। এর জন্য অনেক অনুশীলনের দরকার। আর এই অনুশীলনের কোনো বিকল্প নেই। এখন অনেকে নিজেকে ফেসবুকে ফোকাস করতে চায়। আসলে ভিউয়ার্স দিয়ে কোনো কিছুই হবে না। অভিনয়-শৈলী, অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মন জয় করতে হবে। তখন প্রযোজক-পরিচালক বুঝতে পারবেন সে ভালো কাজ পারে। এই ফেসবুকে যারা দেখে তারা সিনেমা দেখতে যায় না। ভিউয়ার্সরা সিনেমা দেখতে যায় না। তাহলে দেশে অনেক শিল্পী আছে তাদের সিনেমা সুপার-ডুপার হতো। সেই সব শিল্পীদের সিনেমা চলে না।' 

তিনি আরও বলেন, ‌'মৃত্যুর আগ পর্যন্ত যদি অভিনয়শিল্পী হয়ে থাকি তাহলে স্বপ্নের শেষ হবে না। যে চরিত্রগুলো করার স্বপ্ন থাকে সেগুলো করার পর নতুন চরিত্র করার স্বপ্ন একজন অভিনেতা দেখবে। কেবল মৃত্যুই একজন শিল্পীকে শেষ করতে পারে। এর আগে তার ভালো চরিত্র খোঁজা শেষ হবে না কোনো দিন।'

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর