২৪ এপ্রিল, ২০২২ ১১:৪৮

দীপ্ত টিভিতে তুর্কি ধারাবাহিক 'জননী জন্মভূমি'

অনলাইন ডেস্ক

দীপ্ত টিভিতে তুর্কি ধারাবাহিক 'জননী জন্মভূমি'

তুর্কি ধারাবাহিক 'জননী জন্মভূমি'

তুর্কি ধারাবাহিক 'জননী জন্মভূমি' নাটকে এ সপ্তাহের গল্পে এলো নতুন মোড়। তুর্কি সেনাবাহিনীর তুরুপের তাস জেভদেত, এবার লড়বে জীবন-মরণের লড়াই। জেভদেতকে নিয়ে সন্দিহান ফিলিপোস, ব্রিগেডিয়ার আদোনিসের দেয়া তথ্যে নিশ্চিত হলো জেভদেতই গ্রীক সেনাবাহিনীতে অনুপ্রবেশকারী সেই বিশ্বাসঘাতক। রাগে ক্ষুব্ধ ফিলিপোস অবিলম্বে জেভদেত আর তার পরিবারকে আটক করার নির্দেশ দিলো। শেষমেশ পরিবারকে বাঁচানোর জন্য নিজেকে বলি দিয়ে গ্রীক সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলো জেভদেত। 

অবশ্য সামরিক আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অকপটে অস্বীকার করলো সে। আদালতকে জানালো তুর্কি সেনাবাহিনীর পরিকল্পনা জানার জন্যই দেশপ্রমিক সেজে তাদের মাঝে অনুপ্রবেশ করাই ছিলো তার আসল উদ্দেশ্য। যথাযথ প্রমাণের অভাবে জেভদেতের কথা কেউ বিশ্বাস করলো না। কারাগারে বন্দী হলো জেভদেত, চললো অমানবিক নির্যাতন। কিন্তু জেভদেত তার কথায় অটল। আদৌ কি নিজেকে বাঁচানোর কোনো পরিকল্পনা আছে জেভদেতের? নাকি এবার গ্রীক সেনাবাহিনীর বিশ্বাসঘাতক হিসেবেই প্রাণ হারাতে হবে তাকে? দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টায়।

'জননী জন্মভূমি' ধারাবাহিকে কন্ঠাভিনয় করেছেন, দীপক সুমন (জেভদেত), রুবাইয়া মতিন গীতি (আজিযে), স্ঈাদ সুমন (তেভফিক), নাহিদ আখতার ইমু (হিলাল), মশিউর রহমান দিপু (লিয়ন), তানিয়া পাটোয়ারী (ইলদিয), জয়িতা মহলানবীশ (হাসিবে), জয়শ্রী মজুমদার লতা (সেহের), মরু ভাস্কর (হ্যামিল্টন), আহসান চৌধুরী (ফিলিপোস), সজীব রায় (ইয়াকুপ), নাদিয়া ইকবাল (এফসুন), মেরিনা মিতু (এমিনে), সাজ্জাদ রাজীব (দাইস্তানলি) আরো অনেকে। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটি প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।      


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর