শিরোনাম
৯ মে, ২০২২ ১৩:২৪

বড় পর্দায় ফারিণ

শোবিজ প্রতিবেদক


বড় পর্দায় ফারিণ

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজে নিজের উপস্থিতি দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল তাকে নিয়ে। কেন তিনি বড় পর্দায় অভিনয় করছেন না? তবে এবার ফারিণভক্তদের সেই মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তবে ঢাকাই সিনেমায় নয়; কলকাতার একটি সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। নাম ‘আরও এক পৃথিবী’। টালিউডের এ সিনেমাটির শুটিং চলতি মাসে লন্ডনে শুরু হবে।

‘আরও এক পৃথিবী’ ছবিটি নির্মাণ করবেন নির্মাতা অতনু ঘোষ। সম্প্রতি এ নির্মাতা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজ দেখার পর সিনেমাটির জন্য ফারিণকে চূড়ান্ত করেছেন তিনি। সিনেমার গল্প থাকবে চারটি চরিত্রকে ঘিরে। ফারিণ ছাড়া বাকি তিনটি চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।

ফারিণের চরিত্রের বিষয়ে অতনু ঘোষ আরও জানান, ‘আরও এক পৃথিবী’ ফারিণের নাম প্রতীক্ষা। সে পরিবার ছাড়া যাযাবর জীবনযাপন করে ১১ বছর থেকে। একটা সময় পরিবারের খোঁজে লন্ডনে পৌঁছায়। সেখানে ঘটতে থাকে নানা ঘটনা।

অতনু ঘোষ জানিয়েছেন, চলতি মাসেই টানা শুটিং চলবে সিনেমাটির। এরপর এ বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার টার্গেট তাদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর