৮ জুন, ২০২২ ১৬:৩১

সামাজিক নাটক ‘খেয়ালি মনের মেয়েটি’

প্রচার ৯ জুন ২০২২, বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

সামাজিক নাটক ‘খেয়ালি মনের মেয়েটি’

বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘খেয়ালি মনের মেয়েটি’। প্রচার হবে ৯ জুন বৃহস্পতিবার রাত ১০টায়। বিআরবি নিবেদিত সাইফুর রহমান কাজলের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সরদার রোকন। অভিনয় করেছেন সজল, শেহতাজ, আমিন আজাদ, জিদান ও রিয়া প্রমুখ।

নাটক নিয়ে পরিচালক সরদার রোকন বলেন, অগাধ ধন সম্পদ, পারিপার্শ্বিক টানাপোড়েন আর অন্তর্দ্বন্দ্ব নিয়েই নাটকের কাহিনী। ঢাকা শহরে নামকরা একজন ব্যবসায়ী, তার শত্রুর অভাব নেই। একমাত্র মেয়েকে খুন করে সব ধন সম্পদ আত্মসাৎ করতে চায় একটি চক্র।

মেয়েটি পালিয়ে কক্সবাজার চলে আসে। সারাদিন সমুদ্র তীরে বসে থাকে। দুচোখে শুধুই হতাশা। কি করবে বুঝে উঠতে পারে না। বিষয়টি খেয়াল করে সমুদ্রে ঘুরতে আসা সজল। এগিয়ে যায় তার কাছে। কোথায় যাবে জানতে চায়। কথা প্রসঙ্গে জানতে পারে এক অজানা কাহিনী। যা শোনে তিনি আতকে উঠেন। শুরু নাটকের নাটকীয়তা! এভাবেই নানা সাসপেন্স নিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর