১৪ জুন, ২০২২ ২০:৫৯

তিশা-ফারহানের নাটকের শুটিংয়ে বখাটেদের হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

তিশা-ফারহানের নাটকের শুটিংয়ে বখাটেদের হামলার অভিযোগ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নাট্যাঙ্গনের কলাকুশলীরা ব্যস্ত সময় পার করছেন। শুরু হয়েছে নতুন নতুন নাটকের নির্মাণ কাজ। গল্পের প্রয়োজনে শুটিং ইউনিটসহ নাট্যাঙ্গনের কলাকুশলীরা দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে শুটিং করতে যাচ্ছেন। 

নাটকের শুটিংয়ের জন্য অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী তানজিন তিশাসহ পুরো ইউনিট টাঙ্গাইলে গিয়েছিলেন। আর এখানেই বাধে বিপত্তি। এক দল বখাটের হামলায় আহত হন নাটকের নির্বাহী প্রযোজক সৌরভ ইশতিয়াকসহ আরও ৫ থেকে ৬ জন।

নাটকের নির্বাহী প্রযোজক সৌরভ ইশতিয়াক বলেন, আমাদের নাটকের শুটিং গত ১১ জুন থেকে ১৩ জুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং হয়। তবে শুটিংয়ের শেষ মুহূর্তে বহিরাগত কিছু বখাটেদের সঙ্গে বাগ-বিতণ্ডার জেরে মারধরের শিকার হই।

সৌরভ আরও জানান, আমরা আসলে বুঝে উঠতে পারিনি ঘটনা কী ঘটল। আমি আইনি পদক্ষেপ নিব। যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর