১৫ জুন, ২০২২ ১৩:৪১

জাফর ইকবালের গল্পে সিনেমা, গান লিখলেন জীবন

অনলাইন প্রতিবেদক

জাফর ইকবালের গল্পে সিনেমা, গান লিখলেন জীবন

বরেণ্য শিক্ষক ও লেখক মুহাম্মদ জাফর ইকবালের গল্পে নির্মিত হয়েছে সিনেমা। নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। লেখকের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। 

করোনা মহামারির মধ্যেই নানান প্রতিবন্ধকতার মধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন করা হয়। বর্তমানে এটি রয়েছে মুক্তির অপেক্ষায়। 

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান রচনা করেছেন দেশের সফল গীতিকার রবিউল ইসলাম জীবন। এর শিরোনাম ‘আসল নকল’। ইমন চৌধুরীর সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও শামীম। সিনেমার শেষ অংশে গানটি উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতারা। 

রবিউল ইসলাম জীবন জানালেন, জাফর ইকবাল তার প্রিয় লেখকদের একজন। তার মতো বরেণ্য লেখকের গল্পের সিনেমায় গান লিখতে পেরে উচ্ছ্বসিত তিনি। 

জীবনের ভাষ্য, ‘অতীতে অনেক সিনেমায় গান লিখেছি। সেগুলো শ্রোতারা পছন্দও করেছেন। তবে এই গানটি একটু বিশেষ। কারণ এই সিনেমার গল্প শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের। সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।’  

আরও একটি চমকপ্রদ ব্যাপার রয়েছে সিনেমাটি ঘিরে। এতে একটি গানও লিখেছেন মুহাম্মদ জাফর ইকবাল‌ও। যেটা তার জীবনে লেখা প্রথম কোনো গান। তাই দর্শক, শ্রোতা ও সাহিত্যপ্রেমীদের জন্য সিনেমাটির বিশেষত্ব একটু বেশিই বটে। 

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। 

বিডি প্রতিদিন/নাজমুল

সর্বশেষ খবর