২৫ সেপ্টেম্বর, ২০২২ ২০:০৩

সমালোচনার পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আপত্তিকর ক্লিপ বাদ

অনলাইন ডেস্ক

সমালোচনার পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আপত্তিকর ক্লিপ বাদ

সংগৃহীত ছবি

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র বেশকিছু ক্লিপ নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়া ক্লিপগুলোতে আপত্তিকর শব্দের ব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেছেন অনেকে। বিষয়টি নজরে আসায় ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর-এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো ডিলিট করেছে নাটকটির ডিজিটাল প্ল্যাটফর্ম ধ্রুব টিভি।

ধ্রুব টিভি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে: ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর-এর সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে।’

‘সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর-এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি। এবং ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব। যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির ওপর কোনো বিরুপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া। এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।' 

এদিকে এমন উদ্যোগে অনেকে সাধুবাদ জানিয়েছেন ধ্রুব টিভিকে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর