৯ জানুয়ারি, ২০২৩ ১১:১০

বক্স অফিস আয়ে ‘জুরাসিক ওয়ার্ল্ড’কে পেছনে ফেললো অ্যাভাটারের সিক্যুয়েল

অনলাইন ডেস্ক

বক্স অফিস আয়ে ‘জুরাসিক ওয়ার্ল্ড’কে পেছনে ফেললো অ্যাভাটারের সিক্যুয়েল

বক্স অফিস আয়ে ‌‘জুরাসিক ওয়ার্ল্ডকে’ পেছনে ফেলেছে অ্যাভাটারের সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বক্স অফিসের সেরা আয়কারী ছবির তালিকায় এখন সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ছবিটি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির আয় দাঁড়িয়েছে ১.৭০৮ বিলিয়ন ডলার। অন্যদিকে, জুরাসিকের আয় ১.৬৭ বিলিয়ন ডলার।

মুক্তির মাত্র চার সপ্তাহে ছবিটি উত্তর আমেরিকায় আয় করেছে ৫১৭ মিলিয়ন ডলার। উত্তর আমেরিকার বাইরে আয় করেছে ১.১৯ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক বক্স অফিসে ‘অ্যাভাটার টু’ সেরা আয়কারী ছবির তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। প্রথম চারটি ছবি হলো ‘অ্যাভাটার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’, ‘টাইটানিক’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়্যার’।

টিকিট বিক্রির দিক দিয়ে ২০২২ সালের সেরা আয়কারী ছবি ‘অ্যাভাটার টু’। করোনা মহামারীর পরের সময়টাতে সেরা আয়কারী ছবির তালিকায় দ্বিতীয়, প্রথমে আছে ‘স্পাইডার ম্যান : নো ওয়ে হোম’। 

সূত্র : ভ্যারাইটি সাময়িকী 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর