২০ জানুয়ারি, ২০২৩ ১০:৫৪

বেড়েছে গ্রাহক, তবুও পদ ছাড়ছেন নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংস

অনলাইন ডেস্ক

বেড়েছে গ্রাহক, তবুও পদ ছাড়ছেন নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংস

২০২২ সালে বেড়েছে গ্রাহক, তবুও মার্কিন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংস প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে ঘোষণা এসেছে। 

দুই দশক ধরে নেটফ্লিক্সের নেতৃত্ব দিয়েছেন এই রিড। 

নেটফ্লিক্সের সফলতার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিড হেস্টিংসের। এক ব্লগ পোস্টে হেস্টিংস নিজেই জানিয়েছেন, তিনি এবার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন।

নেটফ্লিক্স জানিয়েছে, গত বছর তাদের গ্রাহক ছিল ২৩ কোটির বেশি। যা তাদের প্রত্যাশার চেয়েও বেশি। ‘হ্যারি অ্যান্ড মেগান’ ও ‘ওয়েনেসডে’ সিরিজের কারণেই গত বছর বেড়েছে তাদের সাবস্ক্রাইবার।

নেটফ্লিক্স জানিয়েছে, গত ৩ মাসে ৭৭ লাখ নতুন সদস্য পেয়েছে তারা।

হেস্টিংসের দীর্ঘদিনের সহযোগী টেড সারান্ডোস এবং গ্রেগ পিটারসই এখন থেকে নেটফ্লিক্স দেখভাল করবেন। তারা দুজনই প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর