শিরোনাম
২৩ এপ্রিল, ২০২৩ ১৭:২২

জিনাত আমানকে কেন পুলিশের গাড়িতে করে পালাতে হয়েছিল?

অনলাইন ডেস্ক

জিনাত আমানকে কেন পুলিশের গাড়িতে করে পালাতে হয়েছিল?

বলিউডে ‘আবেদনময়ী নায়িকা’ হিসেবে ঝড় তুলেছিলেন নায়িকা জিনাত আমান। আর সেই খ্যাতির বিড়ম্বনারও কম পোহাতে হয়নি।

‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমার এই নায়িকা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন কেনাকাটা করতে গিয়ে একবার তিনি পড়েছিলেন বেশ বিপাকে।

জিনাতের ভাষায়, ‘তখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ ছিল না। খানিক কেনাকাটা করতে মার্কেটে গিয়েছিলাম মার্কেটে। একটা সময় খেয়াল করলাম. দোকানের বাইরে হাজার হাজার মানুষের ভিড়। সেই জটলা সামাল দিতে দোকান মালিক পুলিশ ডাকলেন। আর আমি পুলিশের গাড়িতে উঠে কেটে পড়তে পেরেছিলাম।'

সাড়ে তিন দশকের বেশি সময় ধরে সিনেমার বাইরে জিনাত আমান। চলতি বছর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেই তিনি শোরগোল ফেলে দেন। ৭১ বছর বয়সী এই অভিনেত্রীর কাণ্ড এখনও বেশ আলোচনায়।


অল্প সময়েই বলিউডে শীর্ষ ছুঁয়েছিলেন জিনাত। অভিনয় করেছিলেন দেব আনন্দ, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, বিনোদ খান্নাসহ বাঘা বাঘা নায়কদের সাথে।

১৯৮৫ সালে বিয়ের পর অভিনয় থেকে সরে যান জিনাত। প্রথমে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানকে। তাদের সংসারে মেয়াদ ছিল মাত্র এক বছর।

পরে অভিনেতা মাজহার খানকে বিয়ে করেন জিনাত। বিয়ের ১৩ বছর পর ১৯৯৮ সালে সেই সংসারও ভাঙে। তবে আর অভিনয়ে নিয়মিত হননি তিনি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর