২৯ জুন, ২০২৩ ১৪:৩৩

গুরুতর জীবাণু সংক্রমণ, সংজ্ঞা হারিয়ে হাসপাতালে ভর্তি ম্যাডোনা

অনলাইন ডেস্ক

গুরুতর জীবাণু সংক্রমণ, সংজ্ঞা হারিয়ে হাসপাতালে ভর্তি ম্যাডোনা

ম্যাডোনা

গুরুতর অসুস্থ বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। জানা গেছে, জীবাণু সংক্রমণে ভুগছেন তিনি।

গত শনিবার হঠাৎ করেই সংজ্ঞা হারান পপ কুইন। সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় তাকে। এরপরই তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় নিউ ইয়র্ক সিটি হাসপাতালে। অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, তাকে আইসিইউতেও স্থানান্তর করতে হয়। 

সম্প্রতি ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় জানিয়েছেন পপ তারকার স্বাস্থ্যের এই খবর। তিনি আরও জানান, অসুস্থতার জন্য নিজের অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য হয়েছেন পপ তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি পোস্ট করে ম্যাডোনার ম্যানেজার জানান, গত ২৪ জুন শনিবার পপ তারকার গুরুতর এক জীবাণু সংক্রমণ হয়। নিউ ইয়র্কের হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলার পর আপাতত স্থিতিশীল আছেন গায়িকা। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে ষাটোর্ধ্ব পপ তারকার। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই আগামী ট্যুরও বাতিল করা হয়েছে ম্যাডোনার টিমের পক্ষ থেকে। তবে গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানোর আশ্বাসও দিয়েছেন গাই ওজারি।

আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা ম্যাডোনার। আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা ‘সেলিব্রেশন ট্যুর’-এর। ট্যুরের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন পপ তারকা। একাধিক ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার। আপাতত হাসপাতালই ঠিকানা তার। চিকিৎসকরা ছাড়াও পপ তারকার দেখাশোনা করার জন্য তার সঙ্গে রয়েছেন তার ম্যানেজার ও তার মেয়ে লর্ডস লিওন। সূত্র: পেজ সিক্স

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর