১৪ জুলাই, ২০২৩ ১৭:২৯

হলিউড শিল্পীদের ধর্মঘট, প্রভাব পড়বে অ্যাভাটার-গ্ল্যাডিয়েটরের সিক্যুয়েলে

অনলাইন ডেস্ক

হলিউড শিল্পীদের ধর্মঘট, প্রভাব পড়বে অ্যাভাটার-গ্ল্যাডিয়েটরের সিক্যুয়েলে

হলিউড অভিনেতা-অভিনেত্রীদের ধর্মঘটের কারণে বিলম্বিত হতে পারে অ্যাভাটার ও গ্ল্যাডিয়েটরের মতো বড় বাজেটের সিনেমার কাজ। এছাড়াও সিনেমার প্রচার-প্রচারণাতেও পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। 

এরইমধ্যে অনেক সিনেমার শিডিউল বদলানো হয়েছে। 

গত ৬০ বছরের মধ্যে হলিউডে এতো বড় ধর্মঘট আর দেখা যায়নি। এই ধর্মঘটে এক লাখ ৬০ হাজার শিল্পী ও কলাকুশলী অংশ নিয়েছেন। 

আর ধর্মঘটের কারণে মার্কিন ফিল্ম ও টিভি প্রোডাকশনের কাজে অচলাবস্থা দেখা দিয়েছে। ক্রিস্টোফার নোলানের মতো পরিচালককেও কাজ বন্ধ রাখতে হয়েছে। শিল্পী ও কলাকুশলীদের ধর্মঘট ও দাবির প্রতি নোলানও সমর্থন জানিয়েছেন। 

অভিনয় শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের (এসএসি) দাবি, ভালো কর্ম পরিবেশ ও মুনাফার সঠিক অংশ শিল্পীদের বুঝিয়ে দিতে হবে। এছাড়াও হলিউড সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও গ্রাফিক্সের যে বাড়াবাড়ি শিল্পীদের কোণঠাসা করে ফেলছে, সেসব থেকে সুরক্ষা চাওয়া হয়েছে।

এই ধর্মঘট চলাকালে কোনো শিল্পী সিনেমায় কাজ করতে পারবেন না। অংশ নিতে পারবেন না কোনো ধরনের প্রমোশনাল প্রচার-প্রচারণাতেও। ফলে বিশ্বের সবচেয়ে এই বড়  চলচ্চিত্র শিল্পে আক্ষরিক অর্থেই স্থবিরতা বিরাজ করছে। 


সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর