২৮ জুলাই, ২০২৩ ১৬:২৫

শিল্পীদের ধর্মঘট: স্থগিত করা হয়েছে এমি অ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক

শিল্পীদের ধর্মঘট: স্থগিত করা হয়েছে এমি অ্যাওয়ার্ড

হলিউড শিল্পী, কলাকুশলী ও লেখকদের অবরোধের কারণে স্থগিত করা হয়েছে এমি অ্যাওয়ার্ডস। সেপ্টেম্বর মাসে এই আসর বসার কথা ছিল।

হলিউডের গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট চলছে। রাইটার্স গিল্ড অব আমেরিকা ও স্ক্রিন অ্যাক্টর গিল্ড নানা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে।

এর ফলে সংগঠনগুলোতে থাকা কোনো শিল্পী-কলাকুশলী কোনো ধরনের প্রচার-প্রচারণা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। 

স্থগিত করা হলেও এখনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি। আয়োজকরা জানিয়েছেন, শিল্পীরা সমঝোতায় পৌঁছানো পর্যন্ত তারা অপেক্ষা করতে চান। 

মার্কিন টেলিভিশন দুনিয়ায় এমি খুবই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত।

বর্তমানে শিল্পী ও কলাকুশলীদের দুই সংগঠন মোশন পিকচার ও টেলিভিশন প্রোডিসারদের সাথে সমঝোতার চেষ্টা করছে। তারা সিনেমা ও সিরিজ ও টিভি ড্রামায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিতকরণ এবং মুনাফা শেয়ারিংয়ের মতো কিছু বিষয় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।


সূত্র: বিসিবি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর