২৯ জানুয়ারি, ২০২৪ ২১:২৪

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন

অনলাইন ডেস্ক

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন

কবীর সুমন। কবীর সুমন।

অসুস্থ প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। বুকে সংক্রমণ নিয়ে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ‘গানওলা’। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা শিল্পীকে।

সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সোমবার দুপুরে সংগীতশিল্পীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে ভর্তি করানো হয় তাকে।

হাসপাতালের একটি সূত্রে খবর, বেশ কিছু দিন অসুস্থ ছিলেন সুমন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বুকে সংক্রমণের সঙ্গে হৃদ‌যন্ত্রেরও সমস্যা রয়েছে শিল্পীর। তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। মেডিসিন এবং হৃদ্‌রোগ (কার্ডিয়োলজি) বিভাগের চিকিৎসকেরা শিল্পীর চিকিৎসা করছেন।

শেষ পর্যন্ত পাওয়া খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন গায়ক, গীতিকার এবং সুরকার। যে শারীরিক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তার চেয়ে কিঞ্চিৎ উন্নতি হয়েছে স্বাস্থ্যের। ইতোমধ্যে চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। তারা শিল্পীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হয়েছে। সেগুলোর রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিৎসকেরা।

সুমনের শারীরিক পরিস্থিতির দিকে নজর দিয়ে চিকিৎসকদের দলে আরও কোনও বিশেষজ্ঞকে যুক্ত করা যায় কি না, সেটাও দেখা হচ্ছে।

হাসপাতালের একটি সূত্রে খবর, ভেন্টিলেশনে রাখার প্রয়োজন হতে পারে শিল্পীকে। তাই আগেভাগে সেই বন্দোবস্ত করা হয়েছে। আপাতত সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

এদিকে আজ সোমবার সন্ধ্যায় কবীর সুমন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরই সেরে উঠব। চিন্তা করবেন না।’

 বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর