১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০৮:৪৬

কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন

অনলাইন ডেস্ক

কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন

হাসিনা মমতাজ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ আর নেই। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। আজ সোমবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিএসইসি'র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়।  তার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর