৪ জুন, ২০২৪ ২১:১৮

খালিদ সংগীতের গানে পরিবেশ সুরক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

খালিদ সংগীতের গানে পরিবেশ সুরক্ষার আহ্বান

মানবজাতির মঙ্গলের জন্য পরিবেশ সুরক্ষার বিকল্প নেই। তাই পরিবেশ সুরক্ষায় সবার সচেতন হওয়া খুবই জরুরি। পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়ন রোধের আহ্বানে মুক্তি পেয়েছে ‘খালিদ সংগীত’-এর নতুন গান।

‘ধরিত্রী মা’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। গানটিতে তিনিই সুরারোপ করেছেন। রোমান রহমানের মিউজিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় শিল্পী অবন্তি সিঁথি।

উল্লেখ্য, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

মানুষসহ সকল প্রাণী ও উদ্ভিদের জন্য পৃথিবী যেনো মায়ের ভূমিকা পালন করে। একজন মা যেমন তার সন্তানকে নিবিড় যত্নে নিজ বুকে আগলে রাখেন, পৃথিবীও তেমনি মানুষসহ বিপুলসংখ্যক প্রাণী ও উদ্ভিদকে তার বুকে আগলে রেখেছে। সন্তান হিসেবে মানুষের উচিত তার নিজের মঙ্গলের জন্য পৃথিবীকে ভালো রাখা। পৃথিবীর পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা।

মাহবুবুল খালিদের লেখা ও সুরে ‘ধরিত্রী মা’ গানটিতে এই আহ্বান জানানো হয়েছে।

খালিদ সংগীতের ‘ধরিত্রী মা’ গানটির ইউটিউব লিংক: https://youtu.be/ezXJ9-yilSU?si=O-bKbxakXBLFb08R

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর