১০ জুন, ২০২৪ ০৮:৫৪

শেক্সপিয়ারের ৪২০ বছর আগের নাটক আসছে বড়পর্দায়

অনলাইন ডেস্ক

শেক্সপিয়ারের ৪২০ বছর আগের নাটক আসছে বড়পর্দায়

সোহিনী-অনির্বাণ-অর্ণ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মঞ্চে সাড়া তোলা নাটক 'অথৈ'-কে রূপ দেওয়া হলো চলচ্চিত্রে। মুক্তির এক সপ্তাহ আগে সিনেমার ট্রেইলার ছেড়েছেন পরিচালক অর্ণ মুখোপাধ্যায়। 

উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে তৈরি 'অথৈ'-কে সিনেমার পর্দায় আনার কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে। বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব এই সিনেমার মূল উপজীব্য। 

পরিচালক অর্ণ বলেছেন, আনুমানিক ১৬০৩ সালে লেখা এই নাটকটি প্রায় ৪২০ বছর পর আসছে বাংলা চলচ্চিত্রে, চিত্রনাট্যে চেষ্টা করা হয়েছে মানুষের মনের গভীরের অনুভূতিকে নাড়া দেওয়ার। 

তিনি বলেন, "আজকের যুগের ভালোবাসা, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষার মত বিষয়গুলো নিয়ে দর্শকরা যেন আলোচনা করেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।” 

'অথৈ' সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং অর্ণ নিজেও। আগামী ১৪ জুন মুক্তি পাবে 'অথৈ'।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর