শিরোনাম
২৭ জুন, ২০২৪ ১৭:০৩

‘পরকীয়া’র প্রশ্নে যা বললেন মিথিলা

অনলাইন ডেস্ক

‘পরকীয়া’র প্রশ্নে যা বললেন মিথিলা

ফাইল ছবি

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলাতেই সমান তালে কাজ করছেন। ক্যারিয়ারে শুধু অভিনয়ই নয়, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড, গানসহ নানা গুণে আলো ছড়িয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন নানা বিষয় নিয়ে।

সেখানে সাবেক স্বামী তাহসান খানকে নিয়ে কথা মিথিলা। এক পর্যায়ে র‌্যাপিড ফায়ারেও অংশ নেন। এসময় তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। যেখানে তাকে একটি করে শব্দে প্রশ্ন করা হয়, যার জন্য চটপট উত্তর দিতে হয়েছে। মিথিলাকে প্রশ্ন করা হয় ‘পরকীয়া’ সম্পর্কে। অভিনেত্রী উত্তরে বলেন, ‘এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না।’

র‌্যাপিড ফায়ার পর্বে মেয়ে ও সাবেক স্বামী প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিথিলা বলেন, ‘আয়রা আমার জীবন। তাহসান বন্ধু, আয়রার বাবা।’ মিথিলা আরো বলেন, ‘আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান চৌদ্দ বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ। দু’জন দু’জনকে ভালো করে জানি। আয়রা আমাদের দু’জনের কাছে সবার আগে।’

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০০৬ সালে ঘর বেঁধেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৩ সালে সেই ঘর আলো করে আসে মেয়ে আয়রা। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন, বেজে ওঠে বিচ্ছেদের সুর। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি। পরে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে করেন মিথিলা।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর