২ অক্টোবর, ২০২৪ ১৯:৪০

ইরফান সাজ্জাদ-আইশা খানের ছবিটি পেলো ‘প্রাপ্তবয়স্ক’ সার্টিফিকেট

অনলাইন ডেস্ক

ইরফান সাজ্জাদ-আইশা খানের ছবিটি পেলো ‘প্রাপ্তবয়স্ক’ সার্টিফিকেট

দীর্ঘদিনের সেন্সর বোর্ড প্রথা বাতিল করে সদ্য গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। গত ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো দুটি সিনেমা দেখেছেন বোর্ডের সদস্যরা।

পরে ছবি দুটির মধ্যে ‘ভয়াল’ ছবিটিকে বোর্ড সদস্যরা ‘এ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন। অর্থাৎ এটি প্রাপ্তবয়স্কদের জন্য। সে হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে দাফতরিকভাবে ‘ভয়াল’ ছবিটি হচ্ছে প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য ছবি।

মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের সার্টিফিকেশন বোর্ডের সদস্য জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘সিনেমাটিতে সংলাপ, শয্যাদৃশ্য, প্রেগন্যান্সিসহ বিভিন্ন বিষয় রয়েছে। এ কারণে এটি শিশুদের জন্য নয়। শুধু প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হচ্ছে।’

‘ভয়াল’ ছবিটির একটি গতি হলেও আরেক ছবি ‘রাজকুমারী’ ঠিকই আটকা পড়েছে। কারণ, সিনেমাটির কয়েকটি জায়গায় আপত্তি আছে বোর্ড সদস্যদের। জাহিদ হোসেন জানান, আপত্তির অংশগুলো কর্তনের পর গ্রেডিং করা হবে।

উল্লেখ্য, ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ সিনেমা দুটির নির্মাতা-অভিনেতা-গল্প-প্রযোজনা প্রসঙ্গে কোনও তথ্য বা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এটুকু জানা গেছে, ‘ভয়াল’ ছবিটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। আর এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর