২০০৭ সালের জুলাইয়ের একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিলো পুরো দেশকে। ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। এবার সেই ‘আদম পরিবারের’ আত্মহত্যার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করলেন ভিকি জাহেদ।
ওয়েব সিরিজটির নাম ‘চক্র’। যদিও সিরিজটির চিত্রনাট্যের কাজ আরও অনেক আগেই শুরু করেছিলেন ভিকি। এমনকি আড়াই বছর আগে সিরিজটির শুটিংও শুরু করেন। অবশেষে অপেক্ষার পালার অবসান হলো, আগামী ১০ অক্টোবর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে প্রতীক্ষিত এই ওয়েব সিরিজটি।
সিরিজটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মাঝে তুমুল জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।‘চক্র’র পরিচালক ভিকি জাহেদ সিরিজটি সম্পর্কে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, এটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ। ঘটনাটি সম্পর্কে আমি ২০০৭/২০০৮ সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিলো। যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকেই ইচ্ছে ছিলো ঘটনাটি নিয়ে কাজ করার। তো সে জায়গা থেকেই ‘চক্র’র জন্ম।
ভিকি আরও বলেন, রহস্যজনক ঘটনা নিয়ে নির্মিত চক্র। যে কারণে শুটিংয়ে নেমেও পুরো টিমকে পড়তে হয়েছে নানা রহস্যময় ও ব্যাখ্যাতীত কান্ডে!।‘চক্র’র শুটিং শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এরপরেই শুরু হয় পদে পদে বাধা। কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথপরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান।
সিরিজটির অভিনেত্রী ফারিণও ভিকি জাহেদের সুরে সুর মিলিয়ে বলেন, শুটিংয়ের সময় যতো বাধাবিপত্তির মুখোমুখি হয়েছি, জীবনে আর কখনো এমনটি হয়নি। এটিও একটি রহস্যময় এবং ব্যাখ্যাতীত বিষয় বলে মনে করেন ফারিণ।
শনিবার (৫ অক্টোবর) ‘চক্র’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্মাতা ভিকি জাহেদ ও অভিনেত্রী ফারিণ। এসময় আরও উপস্থিত ছিলেন সিরিজটির অন্যান্য অভিনয়শিল্পীরা, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সিরিজটির স্পন্সর ইস্পাহানি টি লিমিটেড-এর মহাব্যবস্থাপক ওমর হান্নান।
বিডি প্রতিদিন/আশিক