রোহিত শেঠির সফল ফ্রাঞ্চাইজি সিনেমা ‘সিংহাম’ এর তৃতীয় কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে চলছিল ব্যাপক জল্পনা-কল্পনা। হলিউডের ইউনিভার্স-মাল্টিভার্স ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে রোহিত এরই মাঝে এই ফ্রাঞ্চাইজিকে যোগ করেছেন অক্ষয় কুমারের সূর্যবংশীর সাথে। যে চলচ্চিত্রটিরও পরিচালক রোহিত নিজেই।
গুঞ্জন আছে এবার ‘সিংহাম অ্যাগেইন’ চলচ্চিত্রে থাকতে পারেন ‘দাবাং’ খ্যাত ইন্সপেক্টর চুলবুল পাণ্ডে। অপেক্ষার প্রহর শেষে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিংহম অ্যাগেইন’ চলচ্চিত্রটির ট্রেলার।
তবে ট্রেলার মুক্তির পরেই ভক্তদের মাঝে চলছে তুমুল সমালোচনা। অভিযোগ উঠেছে ৪ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারে গল্পের পুরোটাই বলে দিয়েছেন রোহিত। অনেকেই তো বলছেন পয়সা খরচা করে আর হলে যেতে হবে না।ট্রেলারে হিন্দু পুরাণ রামায়ণের গল্পের ছাপ পুলিশি আদলে নিয়ে এসেছেন নির্মাতা। যেখানে অবনীকে [কারিনা কাপুর খান] তুলে নিয়ে যায় ডেঞ্জার লঙ্কা [অর্জুন কাপুর]।
স্ত্রীকে উদ্ধার করতে মিশনে নামে বাজিরাও সিংহম [অজয় দেবগণ]। তার পাশে দাঁড়ায় সংগ্রাম ভালেরাও সিম্বা [রণবীর সিং], বীর সূর্যবংশী [অক্ষয় কুমার], এসিপি সত্য [টাইগার শ্রফ] ও লেডি সিংহম শক্তি শেঠি [দীপিকা পাড়ুকোন]।
তবে সমালোচকদের অনেকেই বলছেন, যেহেতু রোহিত শেঠি নামকরা পরিচালক এবং সিংহাম ফ্রাঞ্চাইজিটি এরই মাঝে ব্যবসাসফল তাই ট্রেলার যেমনই হউক দর্শক দেখতে যাবে ছবিটি।
বিডি প্রতিদিন/আশিক