বলিউডে খলনায়ক হিসেবে দীর্ঘদিন দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা রঞ্জিত। তবে নিজের প্রথম ছবি ‘শর্মিলি’ মুক্তির পরই বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। কারণ, ওই ছবিতে এক দৃশ্যে অভিনেত্রী রাখির চুল টেনে পোশাক ছিঁড়তে যাওয়ার অভিনয় করেছিলেন তিনি। এই দৃশ্য মেনে নিতে পারেননি তার বাবা-মা।
একটি শো-এর বিশেষ পর্বে গুলশান গ্রোভার ও বিন্দুর সঙ্গে হাজির হয়েছিলেন রঞ্জিত। সেখানে নিজের জীবনের এক অজানা অধ্যায় উন্মোচন করেন তিনি।
রঞ্জিত বলেন, ‘‘‘শর্মিলি’ ছবিটি মুক্তি পাওয়ার পরেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কারণ, রাখির চুল টেনেছিলাম, পোশাক ছিঁড়তে গিয়েছিলাম। মা-বাবা খুব কষ্ট পেয়েছিলেন এসব দেখে।’’
তিনি আরও বলেন, ‘‘আমাকে বলা হয়েছিল, খলনায়ক চরিত্রে অভিনয় করে কী হবে? মেজর, অফিসার, বিমানবাহিনীর কর্মকর্তা কিংবা ডাক্তার। এসব চরিত্রে অভিনয় করো। বাবার মুখ তো পুড়িয়ে দিয়েছো, এখন অমৃতসরে কোন মুখে ফিরবে?’’
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে বেশির ভাগ ছবিতেই খলচরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত। তবে একটি ব্যতিক্রম ছিল—‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’ নামের একটি টেলিভিশন শো, যেখানে তিনি একেবারে ইতিবাচক চরিত্রে দর্শকের সামনে এসেছিলেন।
বিডি প্রতিদিন/আশিক