বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলকে ঘিরে প্রায়ই নানা আলোচনায় মেতে ওঠে নেটদুনিয়া, বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে। ৪৯ বছর বয়সেও স্টাইল ও গ্ল্যামার দিয়ে আলোচনায় থাকেন এই তারকা। সম্প্রতি দুবাইয়ে ছুটি কাটানোর সময় কিছু ছবি প্রকাশ করে আবারও চর্চার কেন্দ্রে এলেন তিনি। যেখানে তাকে সবুজ মনোকিনিতে দেখা যায়। হাতে আইসক্রিম, খোলা চুল, মাথায় টুপি ও চোখে সানগ্লাস পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
ছবিটি প্রকাশের পরই শুরু হয় গুঞ্জন। তিনি কি অন্তঃসত্ত্বা? কারণ, ছবিতে তার পেটের অংশ বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকে মন্তব্য করেছেন, ‘অন্তঃসত্ত্বা লাগছে নাকি ভুল?’ কেউ লিখেছেন, ‘হে ভগবান, বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা?’ এমন নানা মন্তব্যে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমিশা।
তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আমিশা। এর আগে কিছুদিন গুঞ্জন উঠেছিল, তিনি নির্বাণ নামের ১৯ বছরের এক যুবকের সঙ্গে প্রেম করছেন। তাদের যুগল একটি ছবিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায়, নির্বাণের বাহুতে জড়ানো আমিশা। সে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণ লিখেছিলেন, ‘ডার্লিং’।
বিডি প্রতিদিন/আশিক