প্রায় চার দশক পর কাশ্মীরে হিন্দি সিনেমার প্রিমিয়ার! নতুন করে ইতিহাস সৃষ্টি হলো শুক্রবার (১৮ এপ্রিল), ইমরান হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’ সিনেমার মাধ্যমে। রঙিন আলোয় ঝলমল সেই প্রিমিয়ারে ভরে উঠেছিল শ্রীনগরের আইনক্স প্রেক্ষাগৃহ।
শ্রীনগর, যেখানে বছরের অনেকটা সময় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ছায়া থাকে, সেখানে মানুষের বিনোদনের জন্য আইনক্স চালু করে ইতিহাস গড়েছিল আঞ্চলিক প্রশাসন। এবার সেখানে আয়োজন করা হলো হিন্দি ছবির রেড কার্পেট প্রিমিয়ার—একটি নতুন মাইলফলক।
‘গ্রাউন্ড জিরো’ একটি দেশাত্মবোধক অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে একজন বিএসএফ (সীমান্তরক্ষা বাহিনী) জওয়ানের জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় নরেন্দ্রনাথ ধর দুবের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। ২০০১ সালের ভারতীয় সংসদ ভবন হামলা ও ২০০২ সালের অক্ষরধাম মন্দির হামলায় অভিযুক্ত গাজী বাবাকে আটকানোর অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্রনাথ। সাহসিকতার জন্য তিনি ২০০৫ সালে ‘কীর্তি চক্র’ পদকে ভূষিত হন।
এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিএসএফ সদস্য, জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপত্যকার বিশিষ্টজনেরা। সিনেমার পুরো টিম এদিন শ্রীনগরে ছিলেন, যেখানে ইমরান হাশমি আবেগঘন ভাষায় বলেন, ‘আমার কাছে এটা একটা বড় দিন। ৩৮ বছর পর শ্রীনগরে কোনো হিন্দি ছবির রেড কার্পেট প্রিমিয়ার অনুষ্ঠিত হলো।’
‘গ্রাউন্ড জিরো’ পরিচালনা করেছেন তেজস দেওস্কর। এই সিনেমার মাধ্যমে ইমরান হাশমি প্রথমবারের মতো সেনা কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন। নিজের পূর্বপরিচিত রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে নতুনভাবে ধরা দিয়েছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন সাই তামহানকার, একলব্য তোমার, জোয়া হোসেন প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।
বিডি প্রতিদিন/আশিক