প্রথম স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আরজে মহওয়াশের সঙ্গে যুজবেন্দ্র চহলের সম্পর্ক নিয়ে চলছিল নানা গুঞ্জন। এবার আইপিএল চলাকালীন সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হলো, যখন দু’জনকে একসঙ্গে পঞ্জাব কিংস-এর টিমবাসে দেখা যায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে অংশ নিতে বিমানবন্দর থেকে বেরিয়ে চহল ও মহওয়াশকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। অন্যান্য ক্রিকেটারের সঙ্গে তাদের স্ত্রী বা সঙ্গিনীরাও ছিলেন। হাসিমুখে গল্প করতে করতে তারা টিমবাসে উঠেন। চহল নিজের ব্যাগ রেখে মহওয়াশের সঙ্গেই বাসে প্রবেশ করেন। এই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এর আগেও চহল ইনস্টাগ্রামে ফুলের তোড়া হাতে একটি ছবি শেয়ার করেন, যা পাঠিয়েছেন মহওয়াশ। এমনটাই জানানো হয়। পরে যদিও সেই পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। অনেকেই মনে করছেন, হয়তো এখনই সম্পর্কটি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না তাঁরা।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর মহওয়াশ লিখেছিলেন, “কি প্রতিভাবান মানুষ! একার কাঁধে কেকেআরকে হারিয়েছেন। অসম্ভব কাজকে সম্ভব করেছেন।”
তবে সম্পর্কের গুঞ্জন আগেও উড়িয়েছেন মহওয়াশ। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পরে মহওয়াশ বলেন, “কাউকে পাশে বসলে কি প্রেম হয়? সে ক্ষেত্রে তো অনেকের সঙ্গেই প্রেম করছি! গুজবে হাসি পায়।” চহলও গুজব ছড়াতে নিষেধ করেছিলেন।
তবু বারবার এমন ঘটনার পর অনেকেই মনে করছেন, এবার আর রাখঢাক রাখতে চাচ্ছেন না তাঁরা।
বিডি প্রতিদিন/আশিক