গত বছর ছড়িয়ে পড়েছিল ঐশ্বরিযা রায় ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। কখনও তৃতীয় ব্যক্তির প্রবেশ, কখনও আবার বনিবনার অভাব— নানা কারণ উঠে এসেছিল এ প্রসঙ্গে। সেই জল্পনায় নিজেরাই পানি ঢেলেছেন এই তারকা দম্পতি। তবে এক সময় ঐশ্বরিয়া ও অভিষেক নিজেরাই জানিয়েছিলেন, তাদের ঘরে নিত্য কলহ লেগেই থাকে।
২০০৭ সালে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। বিয়ের ঠিক তিন বছর পরে দম্পতি জানিয়েছিলেন, এমন একটা দিনও নেই, যেদিন তারা ঝগড়া করেন না। কিন্তু কীভাবে এই অশান্তি সামলে উঠে একসঙ্গে থাকেন তারা? ঐশ্বরিয়া বলেছিলেন, “আমরা রোজ ঝগড়া করি।”
সঙ্গে সঙ্গে অভিষেক জানিয়েছিলেন, ঝগড়া হলেও তা খুব গুরুতর জায়গায় পৌঁছায় না। তিনি বলেছিলেন, “আসলে ঠিক ঝগড়া নয়। আমাদের মধ্যে নানা বিষয়ে মতের অমিল হয়। স্বাস্থ্যকর তর্কাতর্কি হয়। না হলে তো একঘেয়েমি এসে যেত।”
দাম্পত্যে স্বচ্ছতা থাকা জরুরি বলে মনে করেন অভিষেক। সৎভাবে খোলামেলা আলোচনা করলে তবেই দাম্পত্য সুখের হয়। আর যেকোনও স্বামী-স্ত্রীর মধ্যেই কথা কাটাকাটি লেগে থাকে বলে মনে করেন অভিষেক। তবে মনোমালিন্য হলেও তা মিটমাট করার ভিন্ন ধরন রয়েছে- এমনটাই মনে করেন অভিষেক।
মনে রাগ নিয়ে বা অশান্তি নিয়ে রাতে ঘুমাতে যাওয়া যাবে না। বিছানায় যাওয়ার আগেই সব মিটমাট করে নিতে হবে। এই নিয়মটি প্রথম দিন থেকে মেনে আসছেন। সেই সাক্ষাৎকারে এমনই জানিয়েছিলেন এই দম্পতি।
সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, ঝগড়া হলে কে আগে ক্ষমা চান? উত্তরে অভিষেক বলেছিলেন, “আমিই ক্ষমা চাই সবার আগে। নারীরা আগে ক্ষমা চায় না। তবে আমাদের একটা নিয়ম রয়েছে, মিটমাট না করে ঘুমাতে যাওয়া যাবে না। আসলে আমরা আগে ক্ষমা চেয়ে মিটিয়ে নিই, কারণ আমাদের ঘুম পেয়ে যায়।”
বিডি প্রতিদিন/একেএ