দীর্ঘ ১২ বছর আগে যে গানটির কথা ভেবে রেখেছিলেন ‘মেঘদল’ ব্যান্ডের গায়ক গীতিকার ও সুরকার শিবু কুমার শীল, এবার সেই গানটি সামনে এসেছে।
শিবু জানিয়েছেন ‘গোলাপের নাম’ গানটির ভিডিও চিত্র এসেছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ অন্যান প্ল্যাটফর্মগুলোতে। এটি মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানার’ সপ্তম গান; গানটির কথা ও সুরও করেছেন গায়ক শিবু। আর ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন ব্যান্ডের সদস্য সৌরভ সরকার। এর আগে তিনি ‘মায়া সাইকেল’ গানের ভিডিও চিত্রেরও নির্দেশনা দিয়েছেন।
উমবার্তো ইকোর উপন্যাস ‘দ্য নেম অব দ্য রোজ’ বাংলায় অনুবাদ করেছিলেন অনুবাদক জি এইচ হাবিব। তিনি বাংলা উপন্যাসের নাম রেখেছিলেন ‘গোলাপের নাম’। ওই নামটি থেকে তার গানের নামকরণ হয়েছে বলে জানিয়েছেন শিবু। তবে উপন্যাসের সঙ্গে গানের আর কোনো সম্পর্ক নেই বলেও ভাষ্য তার।
গানের পেছনের গল্পটা কেমন জানতে চাইলে শিবু বলেছেন, সে কথা বলতে হলে ফিরতে হবে ১২ বছর আগে। ২০১৩ সালের দিকে মনের মধ্যে এই গান দানা বাঁধছিল। সেসময় মাথায় কি চলছিল তা গুছিয়ে বলা কঠিন তবে মহিষের শিংয়ের মত বুনো এক প্রেমিকের প্রতিচ্ছবিই যে বাক্যগুলোর মধ্যে এসে হাজির হচ্ছিল তা অনুমান করি। অব্যাখ্যাত কিছু অনুভূতি নিয়ে মার্কেজের ‘মেমোরিজ অব মাই মেলানকোলিক হোরস’ উপন্যাসের সেই বুড়ো জার্নালিস্ট কেন্দ্রীয় চরিত্রটি যেন আমাকে দিয়ে এই গান লিখিয়ে নিয়েছিল।
গায়ক শিবুর কথায়, বরাবরের মত একটা লম্বা সময় ধরে ‘গোলাপের নাম’ গানটি তারা বহন করে এসেছেন, এখন সেটি শ্রোতা দর্শকদের সামনে এসেছে আনুষ্ঠানিকভাবে। তিনি বলেন, যেভাবে এ গানের শুরু হয়েছিল সেখানে গানটি আর থাকেনি। এর মাঝে চলেছে নানাবিধ কাটছাঁট। বেশ কবার এর খোলনলচে বদলে গেছে।
গানের ভিডিও চিত্র নির্মাণে যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিবু। তার কথায়, অ্যালুমিনিয়ামের ডানার সপ্তম গান হিসেবে প্রকাশিত এই গান যদি শ্রোতাদের ভালো লাগে তবে আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে। অ্যালবামের বাকি তিনটি গান এ বছরই প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিবু।
মেঘদলের সদস্যরা যে যেমন ভূমিকায় আছেন: শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ), তানভির দাউদ রনি (কি-বোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিওনেট, স্যাক্সোফোন)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ